সোমবার ● ২৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
গাজীপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ‘ভুল’ চিকিত্সায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ৷
এ অভিযোগে নিহতের স্বজনরা ২৫ অক্টোবর রবিবার রাতে উপজেলার মাওনা চৌরাস্তার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এ্যান্ড হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করে৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
পুলিশ জানায়, নিহত ওই প্রসূতির নাম রীমা আক্তার (৩০)৷ তিনি শ্রীপুর পৌর এলাকার উজিলাবো গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী৷
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বৃহস্পতিবার দুপুরে প্রসূতি রীমা আক্তারকে ওই হাসপাতালে ভর্তি করা হয়৷ সন্ধ্যায় ওই হাসপাতালে প্রসূতিকে সিজার করানো হয়৷ তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন৷ অপারেশনের পর রোগীর রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না৷
তিনি জানান, রক্তক্ষরণ বন্ধ করতে না পেলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷ সেখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়৷
এদিকে রীমার মৃত্যুর খবরে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত ১০টায় হাসপাতালের সামনে এসে বিক্ষোভ করেন৷ এক পর্যায়ে হাসপাতালের চেয়ার, টেবিল, অপারেশন থিয়েটারের গস্নাস, মেশিনারিজ ভাঙচুর করেন তারা৷
নিহতের শ্বশুর ওসমান গণি জানায়, ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রীমা আক্তারকে মাওনা চৌরাস্তার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে ভর্তি করানো হয়৷ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্রে সার্জন ডা: মাহমুদুর রহমান শাহীন ওই সন্ধ্যায় প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়৷ সেখানে প্রসূতি একটি কন্যা সনত্মান প্রসব করে৷ এদিকে, অপারেশনের সময় তার রক্তনালী কেটে ফেলায় রোগীর প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়৷ এসময় ডাক্তার কাউকে না জানিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে৷ তিন ঘন্টা পরও রোগীকে বাইরে বের না করায় রোগীর লোকজনদের সন্দেহ হয়।
পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, অতিরিক্ত অনিয়ন্ত্রিত রক্তক্ষরণের কথা বলে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ পরে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি করা হয়৷ সেখানে দুইদিন চিকিত্সাধীন থাকার পর রবিবার দুপুরে ওই প্রসূতির মৃত্যু হয়৷
পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এ্যান্ড হাসপাতালের পরিচালক জহিরম্নল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, হাসপাতালে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা যায়নি৷ পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়৷
এ ব্যাপারে চিকিত্সক ডা: মাহমুদুর রহমান শাহীনের মুঠোফোন (০১৭১৭২২৯১৮৮) বন্ধ পাওয়া যায়৷
এসআই আজিজুল হক জানান, খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে৷ হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ আপলোড : ২৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৫.৪৪মিঃ