সোমবার ● ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে গনধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
খাগড়াছড়িতে গনধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
খাগগাছড়ি প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.১৬মি.) খাগড়াছড়িতে সন্ত্রাসী দ্বারা বাঙালি নারীকে গনধর্ষণ করার প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ জেলা শাখ।
২১ নভেম্বর সোমবার সকাল ১১ টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকলে বক্তব্য রাখেন পার্বত্য বঙালী ছাত্র পরিষদ’র জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো.মাইনউদ্দিন , সাধারন সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম, মানিকছড়ি উপজেলা শাখার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ’র সভাপতি মোক্তাদির হোসেন প্রমূখ।
বক্তরা প্রতিবাদ সমাবেশে ধর্ষনকারীদের শাস্তির আওতায় এনে গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবি জানান।
জানা যায় গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার মানিকছড়ি উপজেলায় কুমারী গ্রামে গভীররাতে বাঙালি নারী আমেনা বেগমকে জোরপূর্বক অস্ত্র ঠেকিয়ে অপহরন ও পালাক্রমে গনধর্ষণ করে ।