সোমবার ● ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শান্তি পরিবহন রাস্তার নিয়মকানুনের তোয়াক্কা করেনা
শান্তি পরিবহন রাস্তার নিয়মকানুনের তোয়াক্কা করেনা
মটিরাঙ্গা প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৮মি.) মাটিরাঙ্গার বাইল্যাছড়িতে শান্তি পরিবহনের চাপায় মো. ইসমাইল হোসেন (৩২) নামের একজন মোটরসাইকেল চালক নিহতের প্রতিবাদে মাটিরাঙ্গা মোটরসাইকেল মালিক ও চালকরা মানববন্ধনসহ অবস্থান কর্মসুচী পালন করেছে।
ঘন্টাব্যাপী পালনকৃত মানববন্ধনে বক্তারা, শান্তি পরিবহনের অধিকাংশ চালক অদক্ষ,তারা রাস্তার নিয়মকানুনের তোয়াক্কা করেনা অভিযোগ করে বলেন,চালকরা বেপরোয়া গতিতে শান্তি পরিবহন চালানোর ফলে দিনের পর দিন বহু তাজা প্রাণ অকালে ঝড়ে গেছে।
প্রায়ই মোটরসাইকেল সহ ছোট সব ধরনের যানবাহন রাস্তায় পথ চলার সময় শান্তি পরিবহন সাইট দেয়না উল্লেখ করে, রাস্তায় আইন শৃংঙ্খলা রক্ষাকারী প্রশাসনের দৃষ্টি আর্কশনে বক্তারা আরও বলেন,শান্তি পরিবহন বেপরোয়া (দ্রুত) গতি পরিহার করে সীমিত গতিতে চালানোর তাগিদ দিয়ে বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ন্যায় বিচার সহায়তা প্রদান না করা হয়,তাহলে আগামীতে আরও কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। এসময় তারা শান্তি পরিবহনের এহেন দুঘর্টনার জন্য যদি নিজেদের জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হয়,তাহলে এই মোটরসাইকেল চালক ও তাদের পরিবারদের শান্তি পরিবহন কর্তৃপক্ষকেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে । এসময় তারা,ঘাতক শান্তি পরিবহনে যাতায়াত বর্জনের আহবান জানান।
২১ নভেম্বর সোমবার বেলা ১১টার দিকে প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল চালক ও মালিকের সমন্বয়ের এই মানববন্ধনে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা মোটরসাইকেল ও অটোরিক্সা মালিক সমবায় সমিতির সভাপতি মো: সফর আলী,মুসলিম পাড়া শাখার সভাপতি মো: রবিউল হোসেন,সহ-সভাপতি আলম হোসেন,সাবেক সভাপতি মো: হাফেজ পাটোয়ারী,কোষাদক্ষ মো: মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য,২০ নভেম্বর রাত ১০ টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি টোল আদায় কেন্দ্রের অদুরে শান্তি পরিবহনের চাপায় মো: ইসমাইল হোসেন (৩২) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়।