সোমবার ● ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ
খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৯মি.) ইউরোপীয়ান ইউনিয়ন ও কারিতাস ফ্রান্সের যৌথ আর্থিক সহায়তায় পরিচালিত কারিতাস বাংলাদেশ আলোঘর (লাইটহাউস) প্রকল্প খাগড়াছড়ি এরিয়া ও কারিতাস জার্মানীর আর্থিক সহায়তায় পরিচালিত এসডিডিবি প্রকল্পের যৌথ সহযোগিতায় আলোর দিশারী শিক্ষালয়ের আয়োজনে খাগড়াছড়ি ঠিকাদার কল্যান সমিতির কার্যালয়ে প্রতিবন্ধীর প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ও (ডিভাইস) হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর সোমবার সকাল ১১ টায় প্রজ্ঞাভীর চাকমার সভাপতিত্বে ও আলোঘর (লাইটহাউস) প্রকল্প’র শিক্ষা সুপারভইজারের অংগ্য মারমার সঞ্চালনায় আলোচনা সভার শুরু হয় ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য ও এই আলোচনা সভার যোক্তিকতা ও লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন খাগড়াছড়ি আলোঘর (লাইটহাউস)প্রকল্প এরিয়া কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেল পরিষদ’র চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো: শাহজাহান, খাগড়াছড়ি সরকারী কলেজ’র সাবেক অধ্যাপক মধু মঙ্গল চাকমা, আলোঘর প্রকল্প, কারিতাস চট্টগ্রাম অঞ্চল টেকনিক্যাল অফিসার রিপন হালদার, এসডিডিবি প্রকল্প মাঠ কর্মকর্তা মৃদুল কর্মকার, ডিজাবল পিপলস অর্গানাইজেশন সভাপতি বিরবাহু চাকমা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থার প্রধানগণ, এনজিও প্রতিনিধি, কারিতাস আলোঘর,আইসিডিপি, ক্লেভ, এমটিটিপি প্রকল্পের কর্মকর্তাবৃন্ধ, আলোঘর প্রকল্পের শিক্ষক শিক্ষিকা ও আলোর দিশারী শিক্ষালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, কর্মকর্তাগন।
প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, আমাদের মাইন্ড সেট পরিবর্তন করতে হবে, দয়া নয়, দায়িত্বের খাতিরে সকলকে এগিয়ে আসতে হবে। বির্চ্ছিন্নভাবে নয় আমরা সরকারী বেসরকারী বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা সমন্বয় সাধনের মাধ্যমে কাজ করলে আমরা আমাদের সমাজের প্রতিবন্ধীদের সম্পদে পরিনত করতে পারবো এবং বাংলাদেশ সরকারের যে লক্ষ্য তা অর্জন সম্ভব হবে। তিনি সকল সময় কারিতাস ও আলোর দিশারী প্রকল্পকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।