![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » বর্তমান সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রামকে উন্নতির দিকে এগিয়ে নিতে হবে : ড. গওহর রিজভী
বর্তমান সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রামকে উন্নতির দিকে এগিয়ে নিতে হবে : ড. গওহর রিজভী
মো.মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: বর্তমান সরকার আমলে ৭-৮ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে । যখন দেশ আগাই পুরো দেশ এক সঙ্গে এগিয়ে যাবে। আমাদের সবাইর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো দেশকে এগিয়ে নেয়া, কোন অঞ্চল আগে কেউ পড়ে উন্নতি হলেও তা সম্পূর্ন উন্নতি না । কাজেই বর্তমান সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রামকেসহ এগিয়ে নিতে হবে প্রধান মন্ত্রীর আন্তর্জাতিক সর্ম্পক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড: গওহর রিজভী।
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের ভূমির আইন সংসদে পাশ হওয়া পার্বত্য অঞ্চলের ভূমির যে সমস্য ছিল তা সমাধান হলে পার্বত্য চট্টগ্রাম আরো উন্নতি হবে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে রুইলুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্কুল প্রোগ্রাম এবং মাল্টি ডাইমেনশনাল সচেতনতা কেন্দ্র’র শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপন্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি), খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড’র রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স, ম মাহবুব উল আলম, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, চট্টগ্রাম ডিভিশন’র জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটির সংসদ সদস্য ফিরোজা বেগম চীনু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ প্রমূখ।
এছাড়াও রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দবান পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যানসহ সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রুইলুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্কুল প্রোগ্রাম এবং মাল্টি ডাইমেনশনাল সচেতনতা কেন্দ্র’র শুভ উদ্ধোধন ও স্কুলটি পরিদর্শন করেন প্রধান অতিথি।