বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ধান কাটা শুরু কৃষকের মুখে হাসির জোয়ার
ধান কাটা শুরু কৃষকের মুখে হাসির জোয়ার
আটঘরিয়া প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: আটঘরিয়া উপজেলায় চলতি মৌসুমে ধান কাটার শুরু হয়েছে। ধান কাটার আনন্দে কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষানিরা বাড়ীর উঠানসহ আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা করতে শুরু করেছে। নতুন ধান আর নবান্ন উৎসবের আনন্দ এখন শুরু হয়নি। তবে পারা মহল্লায় উৎসবের আমেজ গুনজন শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৫টি ইউনিয়নে ১টি পৌরসভায় স্বর্ণা-৫জাত, বিনা-৭, জিরা, ব্রি ধান-৬২ রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। কৃষক আগাম জাতের ধান রোপন করেছেন। তারা ধান কাটার পর জমি ফেলে না রেখে অধিকাংশই জমিতে আলু, সরিষা, ডালের আবাদ শুরু করেছে। মৌসুমের শুরুতেই প্রচুর পরিমান বৃষ্টিপাত হওয়ায় কৃষকের ধান ক্ষেত বাড়তি টাকা খরচ করে পানি সেচ দিতে হয়নি। তবে এবার গত বছরের চেয়ে পোকার আক্রমন কিছুটা বেশি হয়েছে বলে কৃষকেরা জানান। উপজেলার শ্রীকান্তপুর গ্রামের কৃষক ফজলুল হক, আবুল হাশেম, আব্দুল হামিদ, জালাল উদ্দিন, আলাউদ্দিন সহ আরো কয়েক জন বলেন, ধান রোপনের পর থেকে কাটা পর্যন্ত বিভিন্ন প্রকারের পোকা দমনে ৫বার ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। যার কারণে কৃষকেরা বেশি টাকা খরচ হয়েছে। বিনা-৭ জাতের ধান ১২ থেকে ১৪ মন, স্বর্ণা-৫ জাত ধান ১৮ থেকে ২০মন ফলন হচ্ছে। বিনা-৭জাতের ধান ৮০০শ থেকে ৮১০শ টাকা, স্বর্ণা ৫জাত ৮শ থেকে ৮শ ৫০টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা ধান কাটার পর পতিত জমিতে আলু সরিষার আবাদ করব এই আবাদে যে খরচ হয় তার চেয়ে অনেক বেশি লাভ হয়।