বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে মহিলা মেম্বারের বাড়িতে সন্ত্রাসী হামলা
কাউখালীতে মহিলা মেম্বারের বাড়িতে সন্ত্রাসী হামলা
কাউখালী প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.৩০মি.) খাগড়াছড়ি মানিকছড়িতে এক গৃহবধু গণধর্ষনের প্রতিবাদে রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় মানব বন্ধনে অংশ গ্রহন করায় ঘাগড়া ইউনিয়নের সাবেক মহিলা মেম্বারের বাড়িতে ২৪ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার সময় সন্ত্রাসী হামলা ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে ।
জানা যায়, উপজেলার কচুখালী এলাকার বাসিন্দা ঘাগড়া ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার জোসনা বেগম, খাগড়াছড়ির মানিকছড়িতে এক গৃহবধু সন্ত্রাসী গ্রুপ দ্বারা গণধর্ষনের শিকার হলে তার প্রতিবাদে ২৩ নভেম্বর বুধবার কাউখালী উপজেলায় পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এক মানব বন্ধনের আয়োজন করলে সেখানে মহিলা মেম্বার ও তার ছেলে অংশ গ্রহন করেন এবং সাবেক মহিলা মেম্বার জোসনা বেগম বক্তব্য রাখেন। রাত সাড়ে তিনটার সময় কাউখালী থানা ও আর্মিক্যাম্পের পিছনে তার বসত বাড়িতে এক দল মুখোশধারী সন্ত্রাসী স্বশস্ত্র অবস্থায় তার বাড়িতে গুলি চালায়। জোসনা বেগমের তার ছেলে মো. জসিম উদ্দিন (২৫) তার স্ত্রী পারভীন আক্তারের (২০) উপর হামলা চালায়। এ সময় মহিলা মেম্বার চিৎকার দিলে এলাকার লোকজনের আগমনের টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার ছেলে ও ছেলের বউ মাথায় প্রচন্ড আঘাত পায় তাৎক্ষনিক তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা উভয় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মহিলা মেম্বার জোসনা বেগম জানান জমি জমা নিয়ে এলাকার কিছু পাহাড়ী ও বাঙালী লোকদের সাথে দির্ঘ দিন যাবৎ মামলা মোকাদ্দমা চলে আসছিল। জমি সংক্রান্ত ও মানব বন্ধনে সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় যেকোন সন্ত্রাসী গ্রুপ তার পরিবারের উপর এ ধরনের হামলা ও গুলি চালাতে পারে বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি তবে তিনি আইন এর আশ্রয় নিবেন বলে জানান।