![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » বিকেএসপিতে র্আচারি ও ভলবিল কোসেস সাটিফিকেট কোর্স শেষ হয়েছে
বিকেএসপিতে র্আচারি ও ভলবিল কোসেস সাটিফিকেট কোর্স শেষ হয়েছে
ক্রীড়া প্রতিবেদক :: (১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩৩মি.)বিকেএসপিতে আর্চারি ও ভলিবল কোচেস সার্টিফকেট কোর্স সমাপ্ত হয়েছে। ২৪ নভেম্বর বৃহসপতিবার ছিল বিকেএসপি’র আর্চ্যরি ও ভলিবল বিভাগের পরিচালনায় কোচেস সার্টিফকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান।
বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান তৃণমূল পর্যায়ে সঠিক বাস্তবায়নই হচ্ছে এ কর্মশালার সাফল্য। ২০ দিন ব্যাপি অনুষ্ঠিত এ সার্টিফিকেট কোর্সে দেশের বিভিন্ন জেলা, বিভাগ, ক্লাবের প্রশিক্ষক ও আগ্রহীগণ অংশ করছেন। আর্চ্যরি ও ভলিবল বিভাগে ১০ জন করে মোট ২০ জন এ কোর্সে অংশ নিয়েছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আজাদ, পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মিসেস নুসরাৎ শারমিন।
আরও উপস্থিত ছিলেন কলেজের উপধ্যক্ষ ও বিকেএসপি’র সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ।