বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডে’র অবৈধ স্থাপনা উচ্ছেদ
বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডে’র অবৈধ স্থাপনা উচ্ছেদ
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) হাইকোর্টের নির্দেশে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ওয়াপদাবাদ থেকে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
২৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে অবৈধ স্থাপনা দখল উচ্ছেদ না হওয়া পযন্ত এ অভিযান চলমান থাকবে। সূবর্নসাড়া সাড়া থেকে কামারপড়া পর্যন্ত ওয়াপদাবাধে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা বসত বাড়ি ও দোকান ঘরসহ ৩০২ টি স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টে।
সিরাজগঞ্জ নির্বাহি ম্যাজিট্টেট নাহিয়ান আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পাউবো’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ স্থাপনা অবমুক্ত বিষয়ে হাইকোর্টে রিট মামলা করে এ মামলায় হাইকোর্ট এ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য হাইকোর্ট পর পর দুইটি নোটিশ দেয় কিন্তু এ সব স্থাপনা অপসারন না করার কারনে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
অবৈব সব স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের কাছে জায়গা বুঝিয়ে না দেয়া পযন্ত এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে। উচ্ছেদ অভিযানে বেলকুচি উপজেলা নির্বাহি কর্মকতা মোহাম্মদ সাইফুল হাসান, র্যাব-১২ ডিএডি তফিকুর রহমান, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সহ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।