শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীতে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত : আহত ৪
ঈশ্বরদীতে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত : আহত ৪
ঈশ্বরদী প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মি.) শুক্রবার ভোর রাতে ঈশ্বরদীর জয়নগর চাউল মোকামে শসস্ত্র ডাকাতির সময় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে অজ্ঞাতনামা তিন ডাকাত নিহত ও ৪ ডাকাত আহত হয়েছে। আহতরা হলো ময়মনসিংহের বাচ্চু মিয়া ও রুস্তম আলী,পঞ্চগড়ের মেহেদী হাসান,চাদপুরের হানিফ মিয়া। এদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাগুলির ঘটনায় র্যাব সদস্য ডিএডি মো. আব্দুল ওয়াদুদ ও এসআই আরাফাতুল হক খান আঘাতপ্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
র্যাবসূত্র জানায়, ২৫ নভেম্বর শুক্রবার ভোর রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল একটি ট্রাকযোগে জয়নগরে বাদশা রাইচ এজেন্সিতে এসে পাহারাদারকে দড়ি দিয়ে বেঁধে চাউলের বস্তা ট্রাকে তুলতে থাকে। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সিপিসি-২’র কোম্পানী কমান্ডার বিনারাণী দাস ও টাঙ্গাইলের সিপিসি-৩’র কোম্পানী কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী অন্যান্য সদস্যদের নিয়ে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টেরপেয়ে ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে । পরিস্থিতি সামাল দিতে না পেরে ডাকাতরা এলোমেলোভাবে পালানোর চেষ্টা করে। এমন সময় বড়ইচরা পশ্চিমপাড়া গ্রামে বন্দুক যুদ্ধে অজ্ঞাতনামা ৩ জন ডাকাত নিহত হয়। এছাড়া জয়নগরে ৩জন ও বড়ইচরা গ্রামে ১জন মিলিয়ে মোট ৪জন ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঘটনার পর র্যাব-১২’র সিও শাহাবউদ্দিন ঘটনাস্থর পরিদর্শন করেন। ডাকাতদের আটকের ব্যাপারে এলাকাবাসী সহযোগিতা করেছেন। গোলাগুলির সময় গ্রামের অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।
অভিযানে ডাকাতদের ব্যবহৃত ৩৮০ বস্তা চাউল ভর্তি ২টি ট্রাক, ১ টি পিস্তল,১ টি ম্যাগজিন,২টি রিভলবার,৬ রাউন্ড তাজা গুলি,২ টি শাবল,১ টি কাটার,১ টি সেরাই রেন্জ, ১ টি প্লাস ও ১ টি মাথা বাকানো বিশেষ ধরনের সাবল উদ্ধার করে।