শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কোটচাঁদপুর পৌর শহরে দুর্ধর্ষ ডাকাতি
কোটচাঁদপুর পৌর শহরে দুর্ধর্ষ ডাকাতি
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে এবার একাধিক বড় ধরণের চুরির ঘটনার পর এবার ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে বাসার সকলকে জিম্মি করে নগদ অর্থ হাতিয়ে নিয়ে গেছে।
কোটচাঁদপুর পৌর শহরের ব্রীজঘাট হালদারপাড়া’র বাসিন্দা মৃত হাসান চৌধুরী ওরফে পচা মিয়ার ছেলে বোরহানী হাসান মানিক চৌধুরীর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভূক্ত ভোগী মানিক চৌধুরী জানান, ২৫ নভেম্বর ভোর রাত আনুমানিক তিনটার দিকে কালো পোশাকে ৭ থেকে৮ জন কালো মুখোশধারী ডাকাতদল তার বাসায় হানা দেয়।
ডাকাতরা ঘরের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘুমন্ত সকলকে জাগিয়ে তোলে। তারা ধারালো অস্ত্রের মুখে বাসার সকলকে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। স্বর্ণের গহনার খোঁজে ডাকাতরা আধা ঘণ্টা অবস্থান নিয়ে আলমারী শোকেজ ও বিছানা উলট পালট ও তচনছ করে নিরবিঘ্নে চলে যায়।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবির সিএইচটি মিডিয়ার প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দাখিল করেনি। তবে আমরা খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ভূক্তভোগীরা কাউকে চিনতে না পারায় আমরা অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছি।
উল্লেখ্য পৌরশহরে বড় ধরণের চুরি ডাকাতির মাত্রা বেড়ে গেছে। গত ২৭ আগষ্ট দিনের বেলায় বিশেষ কায়দায় ছাদের চিলে কোঠার দরজা খুলে বেনেপাড়ার সুরাইয়া নামের এক শিক্ষিকার বাসা চুরি হয়। এ সময় বাসায় কেউ না থাকায় চোরেরা ৮ভরি স্বর্ণলোংকার চুরি করে নিরবিঘ্নে পালিয়ে যায়।
এর কিছু দিন আগে শহরের সলেমানপুরের মোহাম্মদ আলী ড্রাইভারের বাসার গ্রীল ও ঘরের তালা ভেঙ্গে চোরেরা নগদ টাকা, স্বর্ণলোংকারসহ প্রায় ৫ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। কিন্তুু এ সকল ঘটনার জড়িতদের পুলিশ আজও সনাক্ত করতে পারেনি। যে কারণে আবারো শহরে ডাকাতি’র মত ঘটনা ঘটায় শহরবাসীর মনে ভীতির সৃষ্টি করেছে।