শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি শহরে সাতটি ব্যবসায় প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই
রাঙামাটি শহরে সাতটি ব্যবসায় প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরে তবলছড়ি এলাকয় আকস্মিক অগ্নিকান্ডে ৭টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাত ১২টা ১৫ মিনিটে পরিচয় হোটেল এর রান্না ঘর এর চুলা থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এসময় চুলার পাশেই থাকা বস্তা ও শুকনা কাঠ থাকায় মুহুর্তেই মধ্যে আগুন চারি দিকে ছড়িয়ে পড়ে। খরব পেয়ে সাথে সাথেই রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু জানান, ফায়ার সার্ভিস,পুলিশ, স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘন্টা ৪৫মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিন্তু এরই মধ্যে ৭টি দোকান আগুনে সব কিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান গুলো হলো, ১- পরিচয় হোটেল, ২- আলম বেকারী ও কুলিং কর্ণার, ৩- আমির শাহ ষ্টোর, ৪- গোপাল বেতের দোকান, ৫-ছোট্টন মিল ঘর ও পানের দোকান, ৬- অরূপ মুদি দোকান, ৭- যেয়াবুল এর ফার্নিচারের দোকান।
ক্ষতিগ্রস্থরা দাবি আগুনে তাদের প্রায় ৩০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। দোকানে থাকা কয়েক জন কর্মচারী বলেন, আগুনে নিজেদের প্রাণ নিয়ে কোনো রকম বেঁচে এসেছি । কোনো দোকানের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ফার্নিচার ব্যবসায়ী যেয়াবুল বলেন শেনিবার সকালে আমার আট প্রকার মালামাল ডেলিভারি দেয়ার কথা কিন্তু তা হলো না আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। আলম বেকারী মালিকের ভাতিজা আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ কান্না জড়িত কন্ঠে বলেন শনিবার বাজার বারে জন্য আনা মালামাল সহ গোডাউনে থাকা সব মালামালা পুড়ে যায়।
কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ রশিদ বলেন, আমরা খবর পাওয়ার পর পর ঘটনা স্থানে অতিরিক্ত পুলিশ পাঠিয়েছে যাতে করে আগুন নিয়ন্ত্রনে কোন প্রকার সমস্যা সৃষ্টি না হয়, তিনি আরো জানান অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে তবে কউ হতাহত হয় নাই। রাঙামাটি ফায়ার সার্ভিস এর ষ্টেশন লিডার শংকর জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিকভাবে ছুটে আসি এবং দীর্ঘ সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি জানান তাৎক্ষনিকভাবে আমরা ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে সবার সহযোগিতায় প্রায় ১৫লক্ষ টাকার মাল উদ্ধার করেছি।