শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » সিরাজগঞ্জ প্রিমিয়ামলীগ এসপিএল টুর্নামেন্টের উদ্বোধন
সিরাজগঞ্জ প্রিমিয়ামলীগ এসপিএল টুর্নামেন্টের উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৯মি.) সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) টি-টোয়োন্টি-১৬ টুর্নামেন্ট শুরু হয়েছে। ২৬ নভেম্বর শনিবার সকালে শহরের শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যলয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য ও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি গাজী শফিকুল ইসলাম শফি।
ঢাকার বিপিএলের আদলে গড়া এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের সেরা ক্রিকেটাররা। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ নাইট রাইডার্স। সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল খেলায় অংশগ্রহন করেন। এসপিএলে ৬টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনী করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, খেলাধুলা যুব সমাজকে সঠিক পথে চলতে শিখায়। তাই এ ধরনের চর্চা প্রতিনিয়তই থাকা দরকার।