শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সংস্কৃতি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরে সংস্কৃতি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে ২৬ নভেম্বর শনিবার দুপুর ১২ টায় উপজেলা সংস্কৃতি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, ভাইস চেয়ারম্যান এডঃ রেজাউর রহমান লস্কর মিঠু, জেলা সংস্কৃতি কর্মকর্তা শারমিন জাহান প্রমুখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে রিমি এমপি বলেন, সংস্কৃতি হচ্ছে সবকিছুর মিলন। সংস্কৃতি থেকে বিবেকের ব্যবহার করতে হবে। মহান নেতা তাজউদ্দীন আহমদ দুঃখ করে বলেছিলেন, আমাদের বিবেকের সংকট দেখা দিয়েছে। উন্নত সংস্কৃতি পারে এ সংকট দূর করতে। ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশে আমাদের রুচি বোধ উন্নত করতে হবে।
লিয়াকত লাকী বলেন, হতাশা বলতে কিছু নেই। মানবিক উন্নত সৃজনশীলতার শক্তিই হলো আসল সংস্কৃতি। সত্য সুন্দর ও কল্যাণের নাম সংস্কৃতি।
অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাখাওয়াত হোসেন প্রধান, শাহীনুর আলম সেলিম, সঙ্গীতশিল্পী মজিবুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, সংস্কৃতি কর্মী চন্দন রক্ষিত, নারী নেত্রী উম্মে কুলছুম শিল্পী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে শিল্পীরা।