শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্ত জেলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্ত জেলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) ২৬ নভেম্বর শনিবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ে আন্ত জেলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে পাকশী রেলওয়ে মাঠে।
ডিএসএ পাকশী বিভাগীয় অফিসের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম। খেলা উপলক্ষে বক্তব্য,শান্তির পায়রা উড়িয়ে ও ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করা হয়।
পাকশীর ডিআরএম অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,সাবেক এমপি সিরাজুল ইসলাম,পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী ইফতেখার হোসেন,সিগন্যাল ও টেলি কমিউনিকেশন বিভাগের প্রধান আব্দুল্লাহ আল বাকি,অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) আবু জাফর মিয়া,পাকশী বিভাগীয় কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়া, বিভাগীয় পরিবহণ কর্মকর্তা শওকত জামিল মৌসী,বিভাগীয় প্রকৌশলী-১ আসাদুল হক, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী(লোকো) একেএম কামরুজ্জামান, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী(ক্যারেজ), বিভাগীয় মেডিক্যাল অফিসার ডা. পরিতোষ চক্রবর্তী, বিভাগীয় দ্যৈুতিক প্রকৌশলী ওডিএসএ পাকশীর সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, এম রশিদউল্লাহ, হাবিবুল ইসলাম, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার ও নজরুল ইসলাম ।
খেলায় ডিএসএ পাকশী, ডিএসএ রাজশাহী, ডিএসএ সৈয়দপুর ও ডিএসএ লালমনিরহাটসহ চারটি দল অংশ নেয়।
এদের মধ্যে ডিএসএ পাকশীকে ডিএসএ রাজশাহী ১-০ গোলে পরাজিত করে এবং ডিএসএ লালমনিরহাট ডিএসএ সৈয়দপুরকে ২-১ গোলে পরাজিত করে।