রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে কাল সকাল সন্ধ্যা অবরোধ
মানিকছড়িতে কাল সকাল সন্ধ্যা অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি:: (১৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মি.) সম্প্রতি খাগড়াছড়ি জেলার মানিকছড়ির কুমারীর ডেবাতলীর নির্জন পাহাড়ে এক নারীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষিতা মামলা দায়ের করলেও গত ১০ দিনেও কোন অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপজেলা শাখা সোমবার মানিকছড়িতে অবরোধ কর্মসূচী ঘোষণা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নির্জন জনপদ কুমারী মৌজার ডেবাতলীতে গত ১৭ নভেম্বও রাতে জনৈক শফি চৌধুরীর বাগানের পাহারাদার (নৈশ প্রহরী) মো. এমদাদুল হকের দ্বিতীয় স্ত্রী(৩০)কে রাতে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববতী জঙ্গলে গণধর্ষণ করেছে সন্ত্রাসীরা। ফলে ধর্ষীতা গত ১৮ নভেম্বর রাতে ওই ঘটনায় অজ্ঞাতনামা ৮/১০জন উপজাতিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ যথা সময়ে ধর্ষীত নারীর পরীক্ষা-নিরিক্ষা সম্পন্ন করেছে। এখন রির্পোটের অপেক্ষা। এদিকে পুলিশ ওই ঘটনার পর থেকে আসামীদের সনাক্তসহ অপরাধীদের ধরতে একাধিক অভিযান পরিচালনা করলেও গত ১০ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। যার ফলে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মানিকছড়ি শাখা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার দাবীতে কাল সোমবার ২৮ নভেম্বর উপজেলার সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেছে।
ওই ঘটনার পরপর বিষয়টিকে নিয়ে কেউ যেন পাহাড়ী-বাঙ্গালীর মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে সে জন্য ওই দিন বিকালে কুমারী এলাকায় একটি শান্তি বৈঠকের আয়োজন করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বৈঠকে উপস্থিত পাড়া প্রধান, কার্বারী, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)আবদুর রকিব জানান, ঘটনার পরপর ধর্ষীতার অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাত নামা ৮/১০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। যেহেতু ধর্ষীতা নিদিষ্ট করে কাউকে সনাক্ত করতে পারছেনা, তাই অপরাধীদের সনাক্ত এবং গ্রেপ্তার করতে সময় লাগছে। অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।