রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন
বরগুনায় বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন
মুতাসিম, বরগুনা প্রতিনিধি :: (১৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ, শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও অবসর ভাতার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে।
রবিবার ২৭ নভেম্বর দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে শহরের শেখ রাসেল স্কয়ারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন শিক্ষকরা।
বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মিলন, সহকারি শিক্ষক প্রফুল্ল চন্দ্র মিস্ত্রী ও মাওলানা আবু সালেহ প্রমূখ।
এসময় মানববন্ধনে বক্তারা মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণসহ শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতাসহ পূর্ণাঙ্গ
উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ও অবসর ভাতার দাবি জানান।