সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের টিকেট পেলেন দেলোয়ার
বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের টিকেট পেলেন দেলোয়ার
মুতাসিম বিল্লাহ, বরগুনা :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৪৪মি.) বরগুনা জেলা পরিষদ চেয়াম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বরগুনা ফিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ণ করলেন প্রতিবাদী আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন।
২৮ নভেম্বর সোমবার সকালে ঢাকা-আমতলী রুটের লঞ্চ যোগে বরগুনার পুরকাটা আসেন দেলোয়ার হোসেন। এসময় পুরাকাটা লঞ্চঘাটে তাকে স্বাগত জানাতে সেখানে সমবেত হয় কয়েক হাজার স্থানীয় নেতা-কর্মী।
সকাল ৯টার দিকে পুরকাটা লঞ্চঘাট থেকে দেলোয়ার হোসেন নিজ বাড়ি আয়লা পাতাকাটা ইউনিয়নের গাবতলী গ্রামে তার পিতা-মাতার কবর জেয়ারত করেন। পরে সকাল ১১ টার দিকে বরগুনা শহরের পৌর গণকবরে উপস্থিত হয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। বেলা সাড়ে এগারটার দিকে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমেপ্লেক্সে উপস্থিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পন করেন দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আপোষহীন প্রতিবাদী অবস্থানের কারনে একজন বিদ্রোহী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের বাইরে ছিলেন বরগুনার রাজনৈতিক অঙ্গণে এক সময়ের মাঠ কাঁপানো গণ মানুষের নেতা মো. দেলোয়ার হোসেন।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি অবিচল আস্থা, বিশ্বাস আর লেগে থাকার গুনে সম্প্রতি তিনি ফিরে পান বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থন।
গত ২৫ নভেম্বর শুক্রবার বরগুনার দেলোয়ার হোসেনসহ সারা দেশের ৬১ নেতাকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে জনগনের দাবির মুখে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করেন দেলোয়ার হোসেন। তৎকালীন উপমন্ত্রী এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৩৪ হাজার ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মো. দেলোয়ার হোসেন।
এসময় সারাদেশে আওয়ামীলীগের পরাজয় হলে সরকার গঠন করে বিএনপি-জামাত জোট সরকার। সেসময় জোট সরকারের উর্ধ্বতন নেতৃবৃন্দের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেলোয়ার হোসেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার আহবানে আওয়ামীলীগের সংসদ সদস্য হিসাবে যোগদান করেন ।
২০০৮ সালে পূণরায় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে আবারও জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করেন দেলোয়ার। সে সময় ৮৪ হাজার ভোট পেয়েও পরাজিত হন তিনি। সেই থেকে আজ অবধি সকল লোভ লালসার উর্ধ্বে থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে বরগুনা জেলা আওয়ামীলীগের বিদ্রোহী নেতা হিসেবে সাধারণ জনগনের পাশে ছিলেন প্রতিবাদী নেতা মো. দেলোয়ার হোসেন।
এদিকে সর্বস্তরের গণ মানুষের সাথে থাকা সংগ্রামী নেতা দেলোয়ার হোসেনের রাজনেতিক ক্যারিয়ারের নতুন এই বাঁককে কেন্দ্র করে বরগুনার আওয়ামী লীগের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।