সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পর ২৮ নভেম্বর সোমবার ক্লাশ ও পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য গতকাল ২৭ নভেম্বর রবিবার সকাল ১১টায় রাঙামাটি শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন চলছে । ক্লাশ পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট চলছে।
সোমবার ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয় অবস্থান ধর্মঘট চলে দুপুর ২টা পর্যন্ত। শিক্ষার্থীদের দাবি ছাত্র/ছাত্রীদের স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে উদ্ধর্তন কতৃৃপক্ষের সুস্পষ্ট ঘোষনা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শিক্ষার্থীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায় তারা আরো কঠোর কর্মসূচীর ডাক আসতে পারে।