সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে নবান্ন পিঠা উৎসব উৎযাপন
কাউখালীতে নবান্ন পিঠা উৎসব উৎযাপন
কাউখালী প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) রাঙামাটি জেলা কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি নবান্নের পিঠা উৎসব ২৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উৎযাপন করা হয়।
দিনব্যাপি নবান্নের পিঠা উৎসবের উদ্ভোধন করেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং)।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং),মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা),উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা,২নং ফটিকছড়ি ইউ পি চেয়ারম্যান ধনকুমার চাকমা, ৩নং ঘাগড়া ইউ পি চেয়ারম্যান মাষ্ঠার জগদীশ চাকমা, ৪নং কলমপতি ইউ পি চেয়ারম্যন ক্যাজাই মারমা, স্থানীয় গনমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি,উপজেলার বিভিন্ন প্রাথমিক,উচ্চ বিদ্যালয়,কলেজ,মাদ্রাসা, কাউখালী উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও সংস্থাসহ ও স্থানীয় জনসাধারনবৃন্দ।
নবান্নের পিঠা উৎসবে মোট ১২টি স্টলের মাধ্যমে দেশীয় শীতকালীন বিভিন্ন পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।
প্রদর্শীত স্টলগুলি হতে তিনটি স্টলকে বিচারকরা নির্বাচিত করেন ১ম কলমপতি ইউ পি স্টল ২য় উপজেলা পরিষদ স্টল,৩য় মো. আলা উদ্দিনের স্টল। পরে নবান্নের পিঠা উৎসব উপলক্ষেবিকাল ৫টায় উপজেলা পরিষদ মাঠে এক পুরুস্কার বিতরনী আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি এডিসি জেনারেল আবু সাহেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী ( চৌচা মং), উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং), মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা),
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক ও আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন । পরে প্রধান অতিথি কর্তৃক বিজয়ী (পিঠা)স্টল এবং নবান্নের পিঠা উৎসবে অংশগ্রহনকারী প্রতিটি স্টলকে সান্তনা পুরুস্কার প্রদান করেন।