সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের প্রস্তুতি সভা
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের প্রস্তুতি সভা
ষ্টাফ রিপোর্টার :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৮মি.) পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোমবার ২৮ নভেম্বের বিকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের সহকারি প্রকৌশলী পরাক্রম চাকমা, ৩০৫ পদাতিক ব্রিগেডের ক্যাপ্টেন মাহীম আহমেদ, ডিজিএফআই এর সহকারি পরিচালক মো. আজিজুল হক, এফআইইউ এর ওয়ারেন্ট অফিসার মো. ইউনুছ মিয়া, জেলা পুলিশ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পারভেজ আলী ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এবছর ২রা ডিসেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দিবসটি উদযাপনের অংশ হিসাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে রাঙামাটি পৌরসভা পর্যন্ত একটি র্যালী, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, বিভিন্ন প্রশাসনিক ভবনে আলোকসজ্জা এবং রাঙামাটি চট্টগ্রাম রোডের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হবে।
তিনি এ দিবসটি উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।