সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জেলাবাসীর ব্যানারে প্রেস ব্রিফিং করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা
খাগড়াছড়িতে জেলাবাসীর ব্যানারে প্রেস ব্রিফিং করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২২মি.) খাগড়াছড়িতে জেলাবাসীর ব্যানারে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রেস ব্রিফিং করেছে বিভিন্ন সংগঠনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতীয়) নেতারা। ২৮ নভেম্বর সোমবার দুপুর ১২টায় জেলা শহরের টং রেস্টুরেন্টে এ প্রেস ব্রিফিং আয়োজন করে।
ব্রিফিং’এ পার্বত্যাঞ্চলে প্রশাসন দমন পিড়ন চালিয়ে এ জেলার আঞ্চলিক দলের রাজনৈতিক নেতাকর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তৃপ্তিময় চাকমা, ২ নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁন চাকমা, ১ নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্তুর চাকমা, পানছড়ির উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও উপজাতীয় মারমা নেতা কিরণ মারমা প্রমূখ।
সাম্প্রতিক সময়ের ঘটনার বর্ণনা তুলে ধরে বলেন, গনতান্ত্রিক এ দেশে রাজনীতির অধিকার হরণ করে, সমাজ সেবক ও ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা এবং পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে আটক নেতাকর্মদের দ্রুত মুক্তি দাবী করেন।
এ সময় উজ্জ্বল স্মৃতি চাকমা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন এবং সাধারণ মানুষের ৬০ হাজার ভোটে দ্বিতীয় হয়েছেন বলেনও উল্লেখ করেন।
এ সময় প্রশাসন অভিযানের নামে অনিয়ম অধিকার হরণসহ বিভিন্ন অনিয়ম করছে বলে খতিয়ান তুলে ধরে এ সকল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট ৫ দফা দাবী তুলে ধরেন।