সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাসচাপায় নিহতের খবরে সড়ক অবরোধ, বাসে আগুন
গাজীপুরে বাসচাপায় নিহতের খবরে সড়ক অবরোধ, বাসে আগুন
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) গাজীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহতের খবরে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে সহকর্মীরা।
২৮ নভেম্বর সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত মো. মামুন (৩২) স্থানীয় টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের লিংকিং ডিস্ট্রিবিউটর। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দুপুর পৌনে ২টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মামুনকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা বাসটিকে আটক করে এবং আহত মামুনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।
এদিকে বাসচাপায় মামুনের মৃত্যু হয়েছে এমন খবরে কারখানায় খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা পাশের রাস্তায় নেমে ওই বাসটিতে অগ্নিসংযোগ করে এবং রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। এতে ওই সড়কের চান্দনা-চৌরাস্তা-গাজীপুর অংশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পরে জয়দেবপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং জয়দেবপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
এ ঘটনার পর আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করে।
কারখানার নিরাপত্তা সুপারভাইজার মতিউর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মামুনকে গাজীপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সোমবার সিটি করপোরেশনের নলজানী এলাকার ঢাকা-গাজীপুর সড়কের সামনে টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি সোয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওসি রেজাউল বলেন, দুপুর পৌনে ২টার দিকে কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি বাস মামুনকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং বাসটিকে আটক করে বলে জানান তিনি।