বুধবার ● ৩০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা
কাউখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৫মি.) বেসরকারী উন্নয়ন সংস্থা আরএইচস্টেপ কর্তৃক রাঙামাটি জেলার কাউখালী উপজেলার নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে ৩০ নভেম্বর বুধবার সকাল ১১টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ উপলক্ষে আযোজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালি উপজেলা নির্বাহী অফিসার আফিয়অ আখতার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মো. ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইন উদ্দিন,আরএইচস্টেপের ইয়ুথ ফোরামের সম্পাদক রোমানা আক্তার,আরএইচস্টেপের রেনুকা চাকমা, সবুজ চাকমা ও রাজিব দে।
স্বাগত বক্তব্য রাখেন আরএইচস্টেপ কাউখালী শাখার ম্যানেজার তুহিন চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনা বেশি ঘটলেও বর্তমান সরকারের আমলে তা কঠোরভাবে প্রতিরোধ করার কারনে পুর্বের ছেয়ে অনেক কমে গেছে।
তা ছাড়া বেসরকারী উন্নয়নমুলুক সংস্থা আরএইচস্টেপ যেভাবে আমাদের কাউখালী উপজেলার প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা ও জনসচেতনতামুলুক কার্যক্রম পরিচালনা করে আসছেন তাতে কওে এই এলাকার মানুষ এখন আগের তুলনায় অনেক সচেন হয়েছেন বলে বক্তারা আলোচনা সভায় তাদের অভিমত ব্যাক্ত করেন। আলোচনা সভা শেষে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনূষ্ঠান পরিবেশন করা হয়।
কাউখালীতে ভোক্তা অধিকার বিষয়ে সেমিনার
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলা প্রশাসনের আয়াজনে“ ভোক্তা অধিকার সংরক্ষন আইন -২০০৯” অবহিতকরন বিষয়ক এক সেমিনার ৩০ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার।
অবহিতকরন সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানিচাকমা কৃপা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, উপজেলা খাদ্য পরিদর্শক মো. জাকির হোসেন ও সাংবাদিক মো.ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং স্থানীয় ব্যাবসায়ী, গণ্যমান্য ব্যাক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।