বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাউজানে শীতের মৌসুমে সবজি উৎপাদনে ব্যস্ত কৃষকরা
রাউজানে শীতের মৌসুমে সবজি উৎপাদনে ব্যস্ত কৃষকরা
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৩মি.) রাউজানে এখন শেষ’র দিকে আমন ধান তুলা। ধান ফসলি মাঠ গুলোতে ইতি মধ্য শুরু হয়েগেছে বিভিন্ন রকমের শীতকালীন সবজি উৎপাদনে কাজ। শীতকালীন মৌসুমের সবজি চাষে ব্যস্ত হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। এখন রাউজানে প্রতিটি এলাকায় ফসলি মাটে মাটে চলছে ফলন ব্যাপনের কাজ, তার মধ্য বেশিভাগ কৃষকরা আলু, মুলা, বেগুন, টমেটো, করলা, লাউ, শসা, মিষ্টিকুমড়া, বরবটি, কাঁচা মরিচসহ বিভন্ন রকমের সবজি ফলনে ব্যস্ত হয়ে পড়ছে। তবে এই মৌসমে রাউজানের বেশির ভাগ ইউনিয়নে চোখে দেখা য়ায় অালু, বেগুন, কাঁচা মড়িছ, কচু ও বিভিন্ন প্রকার শাক উৎপাদন করতে এস্থানীয় মানুষদের ব্যস্তা দেখা পড়ে। ইতি মধ্য কিছু কিছু এলাকায় শীতকালীন মৌসুমে সবজির বীজ বপন,ও চারা রোপণ পরিচর্যার কাজ হচ্ছে রাউজানের সবজি ফসলি মাঠে-মাঠে। তবে এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতের কিছু কিছু আগাম সবজি যেমন বেগুন, লাল শাক, কচু, ইত্যাদি।
সবজির দাম একটু বেশি হওয়া কারন জানতে চাইলে গৌরীশংকর হাট ও সৌম্যজে হাটে বেশ কিছু বিক্রাতা বলেন আমাদের আগাম সবজি ফলন করতে বেশি খরচ পোহাতে হয়েছে।তবে অল্প দিনের মধ্য বাজারে সবজি’র দাম কমে অাসবে।
সরজমিনে রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়নে কথা হয় সবজি ফলন কামারিদের সাথে, হলদিয়া ইউনিয়নে মো. সালাম উদ্দীন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন আগাম সবজি বাজারে তুলতে পারলে বেশি টাকা আয় করা সম্ভব হয়। আমি সেই চিন্তা মাথায় রেখে চারা তৈরি ও সবজি চাষে আমার ফসলি জমিতে ফলন উৎপাদনে কাজ করে যাচ্ছি।
বিশেষ করে রাউজানের ১৪টি ইউনিয়নে এলাকায় আগাম শীতকালীন সবজিতে এখানকার কৃষকেরা স্বাবলম্বী হয়ে ওটার স্বপ্ন দেখছেন।
রাউজান উপজেলা কৃষি অফিসার মো. বেলায়ত হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উপজেলার প্রায় সব জমি সবজি চাষের জন্য উপযোগী।ফলন ও ভাল হয়ে তাকেন, কিছু কিছু এলাকায় কৃর্ষক দের সম্যাসায় ভোগ করতে হয় যেমন পানি না পাওয়াতে। তবে আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কৃষকদের দেয়া হচ্ছে।