বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বিএনপি নেতা শাহিনের জানাযার মানুষের ঢল : দাফন সম্পন্ন
বিশ্বনাথে বিএনপি নেতা শাহিনের জানাযার মানুষের ঢল : দাফন সম্পন্ন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১৪মি.) বিশ্বনাথের লামাকাজীতে পুলিশের ধাওয়া খেয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণকারী বিএনপি নেতা শাহিনুল ইসলাম শাহিনের দাফন সম্পন্ন করা হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর সৎপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাযার নামাজে মানুষের ঢল নামে। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু তাইয়্যিব সৎপুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুরউদ্দিন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইরন মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাহনুর হোসাইন, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, লামাকাজী রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ছিফল আলী, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার রইছউদ্দিন, মরহুমের আত্মীয় মাওলানা নুরুল ইসলাম, ইউপি সদস্য এনামুল হক এনাম, মো. নুরুজ্জামান, ফয়ছল আহমদ, আমির উদ্দিন ও লামাকাজী ইউনিয়ন যুবদলের সভাপতি আছকির আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোসাদ্দিক হোসেন সাজুল, যুবদল নেতা সেবুল সরকার, ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমুখ। জানাযার নামাজের ইমামতি করেন সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি - তদন্ত) মাসুদুর রহমান মাসুদ’র নেতৃত্বে দল পুলিশ লামাকাজী এলাকায় চলমান ভারতীয় ‘তীর খেলা’র নামে জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে। শাহীনুল ইসলাম শাহিনের বিরুদ্ধে একাদিক রাজনৈতিক মামলা থাকায় সে পথিমধ্যে পুলিশ দেখে দৌঁড় দিলে পুলিশ তাকে পেছন থেকে দৌড়ানোর চেষ্ঠা করলে শাহিন দৌঁড় দিয়ে সুরমা নদীতে ঝাঁপ দেয়। কিছু দূর সাঁতার দিয়ে যাওয়ার পর শাহীন পানিতে তলিয়ে যায়। এর ৪ ঘন্টা পর ডুবুরিদল তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে শাহিনের দাফন সম্পন্ন করা হয়।
শাহিনুল ইসলাম শাহিন লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শাহিন বিগত ইউপি নির্বাচেন বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করায় ওই সময় জামায়াত থেকে তিনি বহিস্কার হন। এরপর থেকে তিনি বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন।