শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় পার্বত্য চুক্তির ১৯ বছর উপলক্ষে আয়োজিত সভায় অংশ নিলেন খাগড়াছড়ির মেয়র
মাটিরাঙ্গায় পার্বত্য চুক্তির ১৯ বছর উপলক্ষে আয়োজিত সভায় অংশ নিলেন খাগড়াছড়ির মেয়র
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০০মি.) পার্বত্য চট্টগ্রাম ঐতিহাসিক পার্বত্য চুক্তির ‘১৯ বছর পূর্তি‘ পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।
দিবসটি পালন উপলক্ষ্যে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম। তিনি পার্বত্য চুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখ হাসিনার সাহসী পদক্ষেপ গ্রহনের ফলেই পাহাড়ে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হয়েছে। পার্বত্য চুক্তির কারণেই আজ পাহাড়ে শিক্ষা ও যোগাযোগ সহ নানা উন্নয়ন সম্ভব হচ্ছে।
এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থেকেও যারা এতোদিন মুল্যায়ন পাননি আগামীতে তাদের পর্যায় ক্রমে মুল্যায়ন করা হবে বলেও জানান।
সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কালা চাঁদ বণিক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএম জাহাঙ্গীর আলম।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. শওকত আকবর অনুষ্ঠাটি সঞ্চালনা করেন।