বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালী
গাজীপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালী
গাজীপুর প্রতিনিধি :: জাতীয় স্যানিটেশন মাস ২০১৫ উপলক্ষে ২৮ অক্টোবর বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও হ্যাবিটেট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ৷
গাজীপুর কালীগঞ্জ উপজেলায় জাতীয় স্যানিটেশন মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ৷
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৷ র্যালীতে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সৈয়দ তদবীরম্নর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও হ্যাবিটেট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনালের কর্মকর্তারা ৷ পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
এর আগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা বুধবার সকাল সাড়ে ১০টায় সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ৷
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জোম হোসেন পলাশ, নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ৷
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলার সমাজ সেবা অফিসার আমির হোসেন, কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ কুমার দাস, স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান আরমান উপস্থিত ছিলেন ৷ সভা শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন ৷
আপলোড : ২৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪৪ মিঃ