শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » ৬ বছর পর স্বপদে পূণর্বহাল হলেন মির্জাপুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জামাল উদ্দীন
৬ বছর পর স্বপদে পূণর্বহাল হলেন মির্জাপুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জামাল উদ্দীন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (১৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মি.) পাবনার চাটমোহরের মির্জাপুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. জামাল উদ্দিন ৩ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় স্বপদে পূনর্বহাল হয়েছেন। ১ ডিসেম্বর ২০১৬ তারিখ বৃহস্পতিবার কলেজের গভর্নিং বডির সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে অধ্যক্ষ হিসেবে পূনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত কার্যকর করতে শনিবার অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, সভাপতি মো. আব্দুল কাদেরসহ সদস্যবৃন্দ কলেজে আসেন। এসময় শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা তাকে স্বাগত জানান। দায়িত্ব গ্রহনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সভাপতি আব্দুল কাদের, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রজব আলী, প্রতিষ্ঠাতা সদস্য মো. জামাল উদ্দিন, সুনীল ডাক্তার, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। এ সভা সঞ্চালনা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়ার মাহমুদ। সভা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত ও মিষ্টি বিতরণ অনুষ্টিত হয়। উল্লেখ্য প্রায় ৬ বছর পূর্বে ১৫ জুলাই ২০১০ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধি লংঘন করে তৎকালীন সভাপতি আব্দুল জব্বার তাকে চাকুরীচ্যুত করেন। এ ব্যাপারে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট তাকে পূনর্বহালের সিদ্ধান্ত দেয়। সে মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে স্বপদে পূনর্বহালের জন্য কলেজের সভাপতি সহ সংশ্লিষ্টদের পত্র প্রেরণ করেন।