শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরে সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার তাঁতীসুতা এলাকা থেকে এক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ ডিসেম্বর শনিবার সকাল ৭টার দিকে শ্রীপুর মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের নাম এমদাদুল হক (২২)। তিনি ওই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। সে ঢাকা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, আমার ছেলে তিন মাসের ছুটিতে বাসায় এসেছিলো। প্রায় দু’মাস ছুটি পার হয়ে গিয়েছিলো। গতকাল রাতে সবার সাথে খানাপিনা শেষ করে নিজের ঘরে শুতে যায়। পরের দিন সকালে বাসার পাশে আম গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
শ্রীপুর থানার এসআই মো. নাজমুল হক জানান, এমদাদুল প্রায় দুই বছর আগে সৈনিক পদে সেনাবাহিনীতে চাকরি নেয়। চাকরিতে থাকা অবস্থায় তিনি বিয়ে করেন। গত কোরবানির ঈদের আগে সে চাকরি ছেড়ে বাড়ি চলে আসে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। পরে আজ শনিবার সকালে বাড়ির পাশে কাঠাল গাছের সাথে রশি দিয়ে এমদাদুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ঘটনার দিন নিহতের স্ত্রী বাড়িতে ছিলেন না। দাম্পত্য কলহের জেরে এমদাদুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।