শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
জেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::(১৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৯নং বিশ্বনাথ উপজেলা ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ২ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ (বাতিল) ঘোষণা করেছেন সিলেটের রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন। ৩ডিসেম্বর শনিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় এ ঘোষণা প্রদান করেন তিনি।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা ও দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, আওয়ামী লীগ নেতা ও রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, আওয়ামী লীগ নেতা কিনু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোছাদ্দিক হোসেন সাজুল, জাতীয় পার্টি নেতা সহল-আল রাজী।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম ও উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আবুল কাহার।