রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » ১০ম বিকেএসপি এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার উদ্বোধন
১০ম বিকেএসপি এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক :: (২০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ব্যবস্থাপনায় বিকেএসপি কাপ এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৬ ৪ ডিসেম্বর রবিবার শুরু হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আযাদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক ( প্রশিক্ষণ ) মো. মোশারফ হোসেন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুসরাৎ শারমীনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ ।
স্বাগতিক বাংলাদেশ সহ ভারত, কোরিয়া, হংকং, লাওস ও সিংঙ্গাপুর হতে ২০ জন বালক ও ২১ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহন করছে।
এই বছর বাংলাদেশ হতে ১০ জন বালক ও ৭ জন বালিকা খেলোয়াড় রয়েছে। প্রতিযোগিতায় বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত ইভেন্টস সমূহ অন্তর্ভূক্ত থাকবে। কনসুলেশন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মূলপর্ব ছাড়াও দ্বিতীয় দিন থেকে স্থান নির্ধারনী ম্যাচ ও দ্বৈতের খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টা হতে খেলা শুরু হয়ে অপরাহ্ন পর্যন্ত খেলা চলবে।