রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
বিশ্বনাথের জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০৭মি.) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহউদ্দিন সিরাজ বলেছেন, সিলেটের রাজনৈতিক অঙ্গনে একটি ভ্রাতৃত্ববোদ সম্পর্ক রয়েছে। বিশ্বনাথে রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে এক সাথে বসে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি স্বরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, অ্যাভোকেট লুৎফুর রহমান দল, মত ও লোভ লালসার উর্ধ্বে উঠে বিগত সময়ে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। সঠিক ও সমভাবে বন্ঠন করেছেন বরাদ্ধ। জেলা পরিষদ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। তাই দল মতের উর্ধ্বে উঠে তাঁকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে তিনি জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
তিনি ৪ ডিসেম্বর রবিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক গণপরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাভোকেট লুৎফুর রহমানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান।
বিশ্বনাথ উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার।
বক্তব্য রাখেন- লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দশঘর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন, রফিক হাসান, ফয়সল আহমদ, শফিক মিয়া, সাজ্জাদুর রহমান, শাহীন তালুকদার ও আজাদ মিয়া।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার।