

রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ইসলাম শান্তির কথা বলে ইসলাম সংখ্যালঘুদের আশ্রয় দেয় : আল্লামা শাহ আহমদ শফী
ইসলাম শান্তির কথা বলে ইসলাম সংখ্যালঘুদের আশ্রয় দেয় : আল্লামা শাহ আহমদ শফী
চট্টগ্রাম প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪০মি.) ৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় চট্রগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ আহমদ শফী এর সাথে বৌদ্ধ সম্প্রদায় সৌজন্য সাক্ষাত করেছেন।
এসময় মায়নমারে (বার্মা)’য় রোহিঙ্গা নির্যাতন সম্পর্কে আলোচনা করেন বার্মায় রোহিঙ্গা ইসলাম ধর্মীয় নারী, শিশু ও সাধারন জনগণকে হত্যার নিন্দা জানিয়েছেন এবং শান্তি পূর্ন সমাধানের জন্য সবাইকে কাজ করার আহবান জানান আহমদ শফী।
তিনি বলেন “ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির কথা বলে, সংখ্যালঘু নির্যাতন ইসলাম বিশ্বাস করেনা। বার্মায় যে ভাবে সংখ্যালঘু মুসলমান নির্যাতিত হচ্ছে তা দুঃখজনক ও নিন্দনীয়। পৃথিবির কোন ধর্মে নিরহ মানুষ হত্যা, নির্যাতন ও গণধর্ষণের কথা বলে না।
তিনি আরো বলেন বাংলাদেশে ও সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, তাদের রক্ষা করা ইসলামের দায়িত্ব, ইসলাম শান্তি চাই বাংলাদেশ শান্তিতে থাকুক।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস. লোকজিত স্থবির বার্মায় হত্যার নির্যাতনে নিন্দা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান দীপানন্দ ভিক্ষু, শাসনবংশ স্থবির, বাংলাদেশ মং সোসাইটির মহাসচিব পূর্ণানন্দ স্থবির, নাগরিক কমিটির আহবায়ক বৌদ্ধ নেতা লোকপ্রিয় বড়ুয়া ও মিতুন বড়ুয়া প্রমূখ।
সম্প্রদায় সম্প্রীতি হলে বাংলাদেশ সোনার বাংলা হবে ।
আল্লামা শাহ আহমদ শফী এর সাথে বৌদ্ধ সম্প্রদায়ের গুরুরা সৌজন্য সাক্ষাতকালিন বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্না সম্পাদকসহ ইসলামী চিন্তাবিদ উপস্থিত ছিলেন।
এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতৃবৃন্দ ও বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় গুরুগণ বাংলাদেশের সকল নাগরিকদের সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।