সোমবার ● ৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে প্রতিবন্ধী পিএসসি পরীক্ষার্থীকে নগদ অর্থ প্রদান
বাগেরহাটে প্রতিবন্ধী পিএসসি পরীক্ষার্থীকে নগদ অর্থ প্রদান
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি ::(২১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে জন্ম প্রতিবন্ধী পিএসসি পরীক্ষার্থী শাহাজামাল হাওলাদার সহায়তা সরূপ নগদ অর্থ প্রদান করা হয়েছে। “মোরেলগঞ্জে হার মানেনি পিএসসি পরীক্ষার্থী প্রতিবন্ধী শাহাজামাল” এই শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পিএসসি পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম মোল্লা এর নজরে আসেলে তিনি ৯১ কেন্দ্র কমিটির সহায়তা নিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে নগদ অর্থ প্রদান করে।
অদম্য শাহাজামাল (১৪) চলতি বছরে উপজেলার ৭ নং দেবরাজ দিঘীরপাড় সরকারী প্রাথমিক থেকে পিএসসি পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, কেন্দ্র সচিব পাচঁগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিব, হল সুপার তাফালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনির ও সহকারি হল সুপার মধ্যম ঢুলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম খান প্রতিবন্ধী পরীক্ষার্থীকে নগদ ২৫ শ’ টাকা প্রদান করেন।
শাহাজামাল উপজেলা দেরাজ গ্রামের মৃত আলমগীর হাওলাদারের পুত্র, ২ ভাই বোনের মধ্যে সে বড়। গরীব নানির আশ্রয়ে তারা লালিত হচ্ছে। একদিকে সংসারে অভাব অনটন অপরদিকে নাতি প্রতিবন্ধী। যার কারনে নানি তার প্রতিবন্ধী নাতিকে বিদ্যালয়ে পাঠ অপারগতা প্রকাশ করেন। কিন্ত নাতির পিড়াপিড়িতে শেষ পর্যন্ত তাকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়া হয়।
শাহাজামাল তার অদম্য ইচ্ছা ও শিক্ষকদের সহযোগীতায় চলতি বছরে ৯নং পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রতিবন্ধী পুত্রের ইচ্ছা রয়েছে পড়াশুনা চালিয়ে যাব। কিন্তুু নানির নুন আনতে পানতা ফুরায় সংসারে তার ব্যয়ভার বহন করা সম্ভব নয় ।
একটি হুইল চেয়ার প্রদান সহ যাতে পড়াশুনা চালিয়ে যেতে পারে তার জন্য প্রশাসন সহ সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানায় প্রতিবন্ধী শাহাজামালের পরিবার।