সোমবার ● ৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ‘বাঁচাও বাসিয়া’ ঐক্য পরিষদের মানববন্ধন
বিশ্বনাথে ‘বাঁচাও বাসিয়া’ ঐক্য পরিষদের মানববন্ধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহি বাসিয়া নদীর দুই তীর দখলমুক্ত করে ধ্রুত খনন কাজ শুরু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার বাসিয়া সেতুর ওপরে বাঁচও বাসিয়া ঐক্যপরিষদ নামের একটি সংগঠন ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, কোন এক সময়ের খড়শ্রুতা এই বাসিয়া নদীটি দখলদারদের কবলে বিলিন হয়ে যাচ্ছে। মাত্র কয়েক বছরে উপজেলা সদরের ভেতরে নদীর দুই তীর দখল হয়ে একটি মরা খালে পরিণত হয়েছে। দুই তীরে বাজারের ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষনের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বাসিয়া নদীর দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন কাজ দ্রুত বাস্তবায়ন করলে পরিবেশ মান্ধব একটি বিশ্বনাথ গড়ে ওঠবে। তাই বিলম্ব না করে বাস্তবায়ীত টেন্ডারের খনন কাজ শুরু করার আহবান করেন বক্তারা। বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক নাট্যকার ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক এস,পি সেবু’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার তৈয়ব আলী, সেচ্ছাসেবক পার্টির নেতা আলাউদ্দিন, সংগঠক সোহেল খান, গীতিকার হুসিয়ার ভান্ডারী ও ঐক্য পরিষদের সদস্য বকুল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, বদরুল ইসলাম মহসিন, জয়নাল আবেদীন, আব্দুল বারি, দোলাল আহমদ ও শফিক আলী।