মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » চিকিৎসার জন্য মান্নাকে কাশিমপুর থেকে ঢাকায় প্রেরণ
চিকিৎসার জন্য মান্নাকে কাশিমপুর থেকে ঢাকায় প্রেরণ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: উন্নত চিকিৎসার জন্য নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৫ ডিসেম্বর সোমাবার বিকালে ঢাকা কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মাহমুদুর রহমান মান্নার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৬ ডিসেম্বর মঙ্গলবার পুর্বনির্ধারিত চিকিৎসার তারিখ রয়েছে। সে জন্য তাকে সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
কারাগারের মেডিকেল অফিসার মো. মিজানুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মাহমুদুর রহমান মান্না সারভাইকাল স্পনডাইলোসি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।
জানা যায়, নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ গত বছর প্রকাশিত হয়। এরপর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়।
পরে সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গুলশান থানায় একটি মামলা করা হয়। এরপরও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই বছরের ৫ মার্চ মান্নার বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়। এই দুই মামলায় চলতি বছরের ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ করা হয়।
এরপর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাইকোর্টে মান্নার জামিনের আবেদন করেন তার আইনজীবী। ২৮ নভেম্বর তিনি হাইকোর্টের আপিল বিভাগ থেকে জামিন পান। সোমবারও তার জামিন আদেশ কারাগারে না পোঁছানোয় তিনি মুক্তি পাননি।