মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » পঞ্চগড়ে অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই সমাপ্ত
পঞ্চগড়ে অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই সমাপ্ত
ক্রীড়া প্রতিবেদক :: (২২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৭মি.) জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমুল পর্যায়ে প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬ শেষ হয়েছে ৫ডিসেম্বর সোমবার ।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি এ্যাড মির্জা নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হাসান ও মো.আব্দুর কাদের প্রমুখ।
বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় কোচ আশরাফ আলি। সহকারী কোচের দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল মামুন। বাছাই পর্বে জেলার বিভিন্ন স্থান হতে ৪০জন ছেলে ও ৩০জন মেয়ে মোট ৭০জন অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে ২০জনকে বাছাই করে ১০দিন প্রশিক্ষণ প্রদান করা হয়।