মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ভিক্ষুক পূর্নবাসন কার্যক্রম অনুষ্ঠানে ভিক্ষুকদের নগদ অর্থ প্রদান
বাগেরহাটে ভিক্ষুক পূর্নবাসন কার্যক্রম অনুষ্ঠানে ভিক্ষুকদের নগদ অর্থ প্রদান
বাগেরহাট প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনব্যাপী ভিক্ষুক পূর্নবাসন কার্যক্রম অনুষ্ঠান ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী-লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহীঅফিসার মো.সিরাজুল ইসলাম, তিনি তার বক্তৃতায় বলেন, আমরা ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই বিশ্বের উন্নত রাষ্ট্রের সাথে সমানতালে তাল মিলিয়ে এগিয়ে চলতে। তিনি প্রধানমন্ত্রীর ২০২১ভিশন বাস্তবায়নের জন্য সকল জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন,স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ। তিনি তার বক্তৃতায় বলেন, ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা দেশে যে উন্নয়ন করছেন, তা উন্নয়নশীল দেশে রোল মডেল হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমরা মাছ উৎপাদন করে বিশ্বের মধ্যে ৪র্থ তম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছি। শুধু তাই নয় খাদ্যে সয়াং সম্পুর্ণতা অর্জন করতেও সক্ষম হয়েছি। এ ধারা অব্যাহত রাখার জন্য সমগ্র এলাকা-কে ভিক্ষুক মুক্ত করার জন্য তিনি সকল শ্রেণী-পেশাজীবি মানুষের প্রতি উদ্যাত্ত আহবান জানান। ইউপি সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনউপজেলা কৃষি অফিসার মো. মোতাহার হোসেন, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়রসহ-সভাপতি মাষ্টার মুনসুর আলী, ইউপি চেয়ারম্যান কাজি মো.মহসিন, এ্যাড.হীটলার গোলদার, আ’লীগ নেতা অমর কুমার ঘোষ, নির্মল কুমার দাশ, মো.আলমগীর হোসেন, ইউপি সদস্য খান শামীম হাসান, মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির, আব্দুল কুদ্দুস, শিউলি বেগম ও লিলিমা বেগম। সভায় ১৩জন ভিক্ষুক-কে ৮টি ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষ হতে নগদ ১৬হাজার টাকা ও কম্বল প্রদান ছাড়াও সরকারী কর্মকর্তা কর্মচারীদের ১দিনের বেতন, সকল জনপ্রতিনিধিদের ১মাসের সম্মানি ও বাগেরহাট-১আসনের সাংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নিজেস্ব তহবিল হতে দেড়লক্ষ টাকা প্রদানের আশ্বাস প্রদান করে উক্ত ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ইউনিয়ন হিসাবে ঘোষনা করা হয়। উল্লেখ্য উপজেলার ৮টি ইউনিয়নে বসবাসরত ৭৬জন ভিক্ষুক-কে পুর্নবাসন করার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে বেতাগা ইউনিয়নসহ সকল ইউনিয়নে একার্যক্রম শুরু করেছেন।