মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২২অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০২০মি.) মাটিরাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা মো. আবদুল জলিল প্রকাশ রকেট জলিল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…. রাজেউন)। ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭:৪০মিনিটে উপজেলার তবলছড়ি ইউপি সদর এলাকার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরন করনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি মহান মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের অধীন যশোর জেলার শার্শা উপজেলায় ১৯৭১ সালে রণাঙ্গনের বীর সৈনিক ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৭ ছেলে, ৪ মেয়ে,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকালে মরহুমের নিজ গ্রাম তবলছড়ি কবরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রর্দশন ও নামাজে জানাযা শেষে তাকে তবলছড়ি সদর কবর স্থানে সমাহিত করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আহম্মদ, উপজলো মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. মনসুর আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন,উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন, তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সুযোগ্য আই সি এস.আই মকবুল হোসেন,এ এস.আই মো. দেলোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান মো. আবদুস ছালাম,আবু রাসেল সুমন,মামুন,মো. মিজানুর রহমানসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন সভাপতি আ: মালেক উপস্থিত ছিলেন। এ সময় মৃত মুক্তিযোদ্ধার ছেলে ও জেলা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (সাবেক মেম্বার) তার পিতা মৃত মুক্তিযোদ্ধা আ. জলিল প্রকাশ রকেট জলিলের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা ও আল্লাহতাআলার কাছে তার রুহের মাগফেরাত কামনা করেন।