বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বৃহসপতিবার রাঙামাটি ষ্টেডিয়ামে উন্মুক্ত কনসার্ট
বৃহসপতিবার রাঙামাটি ষ্টেডিয়ামে উন্মুক্ত কনসার্ট
নির্মল বড়ুয়া মিলন :: (২৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.০০মি.) আগামীকাল ৮ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় রাঙামাটি ৩০৫ পদাতিক রিজিয়নের উদ্যোগে রাঙামাটি ষ্টেডিয়ামে উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হবে।
সিডির মোড়ক উন্মোচন ও কনসার্ট ফর সলিডারিটি নামে উন্মুক্ত কনসার্টে রাঙামাটি অঞ্চলের উপজাতীয় উদীয়মান ও গুণী শিল্পীদের গানের সিডি মোড়ক উন্মোচন করা হবে।
কনসার্টে প্রধান আকর্ষন হিসেবে রাঙামাটি অঞ্চলের গুণী শিল্পী রঞ্জিত দেওয়ানসহ উদীয়মান শিল্পী কোয়েল চাকমা, নন্দন দেওয়ান, পার্কি চাকমা, আর্চি রন মারমা, জয়ন্তী চাকমা ও রুপাময় দেওয়ান গান পরিবেশন করবেন।
কনসার্টের শুরুতে আলোচনাসভা,বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্স আপ ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যায়ের ফুটবল দল এবং এসএ গেমসে পদক বিজয়ী পার্বত্য অঞ্চলের ফুলপতি চাকমাসহ আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় সুনাম অর্জনকারী কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও পুরস্কৃত করা হবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, ৩৩৩ ম-৩৩ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, ৩০৫ পদাতিক রাঙামাটি রিজিয়নের কমান্ডার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি, রাঙামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার,২০ বীর ইনফেন্টারী রেজিমেন্ট রাঙামাটি জোনের জোন কমান্ডার ল্যাঃ কর্ণেল মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম পিএসসি,ডিজিএফআই,আর্মি সিকিউরিটি ইউনিট,এনএসআই এর কর্মকর্তাগণ, রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, ঢাকা সেনা সদর দপ্তরের আইএসপিআর এর প্রতিনিধি, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ জেলার উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ, জেলার সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
রাঙামাটি ৩০৫ পদাতিক রিজিয়নের সম্মেল কক্ষে আয়োজিত ৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে এগারোটায় সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রাঙামাটি রিজিয়নের জি টু মেজর তানভির সালেহ।
সংবাদ সম্মেলনে ১৬ বীর ইনফেন্টারী রেজিমেন্ট রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. নাইম-উল- হাসান খান পিএসসি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রাঙামাটি জোনের ১৬ বীর বদলীর স্থানে ২০ বীর ইনফেন্টারী রেজিমেন্ট দায়িত্ব ভার গ্রহণ করবেন। রাঙামাটি জোনের ১৬ বীর বদলী হয়ে ঢাকা চেয়ারম্যানবাড়ি যাচ্ছেন বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে নিশ্চিত করেছেন ১৬ বীর ইনফেন্টারী রেজিমেন্ট রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. নাইম-উল- হাসান খান পিএসসি।
রাঙামাটি ৩০৫ পদাতিক রিজিয়নের উদ্যোগে আয়োজিত আগামীকাল ৮ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় রাঙামাটি ষ্টেডিয়ামে উন্মুক্ত কনসার্টে জেলার সর্বস্তরের জনসাধারনকে স্ববান্ধবে উপস্থিত হয়ে কনসার্ট উপভোগ করার আহবান জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে রাঙামাটি জেলার ৮টি সাংবাদিকদের সংগঠনের ৩২জন সাংবাদিক উপস্থিত ছিলেন।