বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কিছুদিন আর শেষ হয় না
কিছুদিন আর শেষ হয় না
নয়ন বড়ুয়া, রাউজান (উত্তর) প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) রাউজান পৌরসভার তত্ত্বাবধানে জলিলনগর বাস মালিক সমিতির অফিস সংলগ্ন নির্মাণাধীন মার্কেট দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও কাজ শেষ হয়নি। প্রায় দেড় বছরের ও বেশি সময় ধরে এই মার্কেট নিমার্ণের কাজ বন্ধ রয়েছে। দোকানের প্লটপ্রতি ১ লক্ষ টাকা করে নির্মাণাধীন এই মার্কেটে ২৭টি প্লটের প্রায় সবকটি ডিসেম্বর ২০১৪ সালে বরাদ্দ হয়ে যায়। ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসে কাজ প্রায় তিন ভাগের দুই ভাগ কাজ শেষও হয়। কিন্তু হঠাৎ করে জুনের শেষের দিকে কাজ বন্ধ হয়ে যায়। কিছুদিন কাজ বন্ধ দেখে যারা প্লট বরাদ্দ নিয়েছেন তারা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ উল্লাহ এর সাথে যোগাযোগ করলে কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছেন বলে সিএইচটি মিডিয়াকে জানান কয়েকজন ভুক্তভোগী। কিন্তু কাজ শুরু হবে হচ্ছে এই রকম করে দেড় বছর অতিবাহিত হলেও কাজ আর শুরু হয় না। এরই মধ্যে গত নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন এডভোকেট দীলিপ দাশ। বর্তমান কাউন্সিলর এডভোকেট দীলিপ দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি পৌর সচিবের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। রাউজান পৌরসভা সচিবের সাথে যোগাযোগ করা হলে পৌর সচিব আবারও সাবেক কাউন্সিলর আসাদ উল্লাহের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন। সাবেক কাউন্সিলর আসাদ উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে আবারও কিছুদিনের মধ্যে কাজ শুরু করবেন বলে সিএইচটি মিডিয়াকে আশ্বস্থ করেন। কিন্তু এই কিছুদিন আর শেষ হয় না। ভুক্তভোগী যারা এই মার্কেটে দোকান প্লট বরাদ্দ নিয়েছেন তারা মনে করছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর হস্তক্ষেপ ছাড়া এই কাজ নিকট ভবিষ্যতে আর শেষ হবে না, তাই এবিএম ফজলে করিম চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা ।