বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
বরগুনায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
বরগুনা প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় শহিদুল ইসলাম (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ৭ ডিসেম্বর বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পাথরঘাটার জিনতলা সংলগ্ন বিষখালী নদীতে ট্রলারে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা।
এফবি মোহসেন আউলিয়া ট্রলারের মাঝি মো. ফোরকান মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান মঠবাড়িয়া উপজেলার পিন্টু মিয়ার মালিকানাধীন এফবি মোহসেন আউলিয়ার ট্রলার নিয়ে পাথরঘাটা মৎস্য বাজার ঘাট থেকে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে রওয়ানা হন। জিনতলা সংলগ্ন বিষখালী নদীতে যাওয়ার পর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন মৎস্য শ্রমিক শহিদুল ইসলাম। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য পাথরঘাটা নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।