বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিরাজগঞ্জে কর্মশালা
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিরাজগঞ্জে কর্মশালা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মি.) বাংলাদেশে ভিটামিন ‘এ’ অভাবজনিত শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সাংবাদিকদের অবহিতকরন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্য্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন এর ২য় রাউন্ডে জেলার ২০৮৮ টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬৬২১ জন স্বেচ্ছাসেবক ও ৯৩৩ জন পরিবার পরিকল্পনার মাঠ কর্মী শিশুদের ক্যাপসুল খাওয়াবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগের আব্দুল হান্নান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদ ফেরদৌস হাসান প্রমুখ। জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।