বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আইইউটি’র সমাবর্তন অনুষ্ঠিত
আইইউটি’র সমাবর্তন অনুষ্ঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৪মি.) গাজীপুরের ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনেলোজির (আইইউটি) ৩০ তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মো. নুরুল ইসলাম নাহিদ।
প্রধান অতিথি অনুষ্ঠানে ৩শ ২৮ জন স্নাতক শিক্ষার্থীকে সনদ এবং কৃতি পাঁচ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন।
স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, আবরার ফাইয়াজ (ওআইসি), ওমর ফারুক (আইইউটি), মো. তানবীর হাসান মেহেদী (আইউটি), হামিসি রমাদান (আইইউটি) ও মো. আসিফ হাসান অনিককে (আইউটি)।
সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরের প্রতিনিধি এবং ওআইসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর মোহাম্মদ নাঈম খান, আইইউটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. সাইয়িদ আলালাম আলযাহরানী প্রমূখ।
এর আগে শিক্ষার্থীরা সমাবর্তন গাউন পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন।