বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » দাফনের ৩ মাস পর যুবকের লাশ উত্তোলন
দাফনের ৩ মাস পর যুবকের লাশ উত্তোলন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৬মি.) দাফনের তিন মাস পর গাজীপুরে সোহাগ (৩০) নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর এলাকার থেকে লাশটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোহাগ বাহাদুরপুর এলাকার মুক্তিযোদ্ধা ওসমান গনির ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আবু জাফর মোল্লা জানান, গত ২৯ আগস্ট ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে সোহাগের লাশ উদ্ধার করার পর ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। সে সময় পরিবারের ধারণা ছিল সোহাগ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পরে পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে জানতে পারে সোহাগ সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পিটিয়ে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছিল।
পরে সোহাগের বাবা ওসমান গনি বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে জয়দেবপুর থানায় মামলাটি রেকর্ড হয়।
আদালত সুত্রে জানা যায়, গাজীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই কবর থেকে লাশ উত্তোলনের অনুমোতি দেয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলীর উপস্থিতিতে পুলিশ বৃহস্পতিবার কবর থেকে লাশ উত্তোলন করে গাজীপুর শহীদ তাজদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।