শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তার সাক্ষাৎ
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তার সাক্ষাৎ
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে বৃহসপতিবার ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাত্ করেছেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে প্রশিক্ষণরত ৩৩তম বিসিএস (তথ্য)’র কর্মকর্তারা৷
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের প্রোগ্রামার জনাব নিতাই কুমার ভট্টচার্য, সহকারী প্রোগ্রামার মোহা: আব্দুস সালাম, সহকারী পরিচালক(বেতার অনুষ্ঠান প্রশি:) মোঃ আবুজার গাফফারী’সহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত প্রশিক্ষণার্থী সহকারী বেতার প্রকৌশলী, বার্তা নিয়ন্ত্রক, তথ্য অফিসারগণ উপস্থিত ছিলেন৷
সৌজন্য সাক্ষাতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা৷ এসময় প্রশিক্ষণার্থীদের পরিষদ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন৷
উল্লেখ্য, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ৪অক্টোবর ২০১৫খ্রি: থেকে ২৩ডিসেম্বর ২০১৫খ্রি: তারিখ পর্যন্ত ১২সপ্তাহব্যাপী ৩৩তম বিসিএস (তথ্য) পেশাগত প্রবেশক পাঠ্যধারায় হাতে কলমে প্রশিক্ষণের জন্য “প্রজেক্ট পেপার প্রণয়ন” অন্তর্ভুক্ত রয়েছে৷ এ সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রশিক্ষণার্থীদের ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে৷ এর অংশ হিসেবে পাঠ্যধারাটিতে শিক্ষাসফর কর্মসূচী অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এ উদ্দ্যেশে পাঠ্যধারার সঙ্গে সংশিস্নষ্ট জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ৪জন কর্মকর্তার ততা্ববধানে ২০জন প্রশিক্ষণার্থীসহ মোট ২৪জন ২৭ অক্টোবর ২০১৫ খ্রি: থেকে ৩০অক্টোবর ২০১৫খ্রি: তারিখ পর্যন্ত চট্টগ্রাম জেলার বন্দরের অটোমেশন কার্যক্রম ও সম্প্রচার স্থাপনাসমূহ পরিদর্শন, রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত ভূ-উপগ্রহ কেন্দ্র পরিদর্শন, ব্যবহারিক সেশনে অংশগ্রহণ এবং তথ্য সংগ্রহের জন্য ভ্রমণ করবেন৷ এ প্রশিক্ষণের অংশ হিসাবে প্রশিক্ষণার্থী দলটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্পর্কে অবহিত হওয়ার জন্য পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন৷
আপলোড : ২৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৯মিঃ