শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » লংগদুতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
লংগদুতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
লংগদু প্রতিনিধি :: (২৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২৭মি.) লংগদুতে বিজয় দিবস’২০১৬ কে সামনে রেখে চাইল্যাতলী যুব লীগের উদ্যোগে স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
লংগদু উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এবং রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জানে আলম বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সেক্টরের উন্নয়নের পাশাপাশি খেলাধুলায়ও বাংলাদেশ যথেষ্ট সাফল্য অর্জন
করেছে । সরকার খেলাধুলার উন্নয়নে নানামুখি পদক্ষেপ গ্রহণ করছেন বলেও উল্লেখ করেন তিনি । ৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুনার্মেন্ট ২০১৬ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জানে আলম এসব কথা বলেন। বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুনার্মেন্টের আহবায়ক ও যুব লীগ নেতা এস এম আইনুল হকের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩৭ রাজনগর বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্নেল বেনজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরওয়ার আহমেদ, উপজেলা যুব লীগ সাধারন সম্পাদক শফিক আহমদ, ভাসান্যাদম ইউনিয়ন যুব লীগের সাধারন সম্পাদক আব্দুল সামাদ, চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুল ইসলাম, স্থানীয় ক্যাম্প কমান্ডার ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। আহবায়ক এস এম আইনুল হক জনি বলেন, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সৃতিকে সামনে রেখে মহান এই নেতার নামে ক্রিকেট টুর্নামেন্টটি সুস্থ্য ও সুন্দর ভাবে সমাপ্তি করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। তিনি আরো বলেন,টুর্নামেন্টটি সু-শৃঙ্খল ভাবে সম্পাদন করে ভাসান্যাদম ক্রীড়ামোধী দর্শকদের কাছে জননেত্রী শেখ হাসিনার ক্রিকেটের প্রতি অসিম ভালবাসা ও আমাদের আওয়ামী লীগ পরিবারের একত্বতার এক দিষ্টান্ত সৃষ্টি করতে সক্ষম হয়েছি।
ফাইনাল খেলাটি চাঁদের হাসি স্পোর্টি ক্লাব বনাম ফ্রেন্ডস্ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মাঠে দর্শক সমাগম ছিল লক্ষনীয়।