শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় তাইন্দং বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান
মাটিরাঙ্গায় তাইন্দং বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান
মাটিরাংগা প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: কামাল হোসেনসহ তাইন্দং ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন ৷
২৬ অক্টোবর তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগ কাউন্সিলের প্রথম অধিবেশনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক ও খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে এই যোগদান অনুষ্ঠিত হয়৷ জানা গেছে, যোগদানকৃতদের মধ্যে ৪নং ওয়ার্ড তাইন্দং ইউনিয়ন বিএনপির যুবদল ও ছাত্রদল নেতা মো: মনির হোসেন,মো: জয়নাল আবেদিন,আবু হানিফ,মো: ফয়েজ আহম্মদ,মো:আমির হোসেন,মো:সাইফুল ইসলাম উল্লেখযোগ্য ৷
এ সময় আওয়ামীলীগের রাজনৈতিক আদর্শকে ভালবেসে যারা বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেছে তাদের স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শামছুল হক বলেন,এখন থেকে তারা আওয়ামী পরিবারের সন্তান হিসেবে বিবেচিত হবে ৷
আপলোড : ৩০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.৩১ মিঃ