শনিবার ● ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » চব্বিশ বছর ঘুমাতে পারিনি আজ আমি নিশ্চিন্তে ঘুমাবো : চাটমোহরে রানা মাষ্টারের শোক সভায় বক্তারা
চব্বিশ বছর ঘুমাতে পারিনি আজ আমি নিশ্চিন্তে ঘুমাবো : চাটমোহরে রানা মাষ্টারের শোক সভায় বক্তারা
ইকবাল কবীর, চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (২৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০৭মি.) চব্বিশ বছর ঘুমাতে পারিনি। আজ আমি নিশ্চিন্তে ঘুমাবো। মৃৃত্যুর দিন বারংবার শুভাকাঙ্খীদের এ কথাটিই বলেছিলেন ভূমিহীন আন্দোলনের কিংবদন্তী নেতা, আদর্শ শিক্ষক, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব, বড়াল নদী রক্ষা আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা চাটমোহরের আতাউর রহমান রানা মাষ্টার। চাটমোহরের বিলকুরুলিয়া এলাকার ভূমি হীন দের পক্ষে থেকে আজীবন জোতদারদের সাথে লড়াই সংগ্রাম আন্দোলন করে গত ৩০ নভেম্বর বিকেল ৫ টায় চাটমোহরে রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নানের উপস্থিতিতে ৫শ ভূমিহীনের হাতে খাস জমির কবুলিয়ত দলিল তুলে দেওয়ার ৫ ঘন্টা পর হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃৃত্যু হয় তার। ২৪ বছরের আন্দোলন সংগ্রাম জেল জুলুম শেষে কাকতালীয় ভাবে সত্যিই তিনি ৩০ নভেম্বর নিশ্চিন্তে ঘুমিয়ে পরেন চিরতরে। ১০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় নাগরিক কমিটির উদ্যোগে পুরাতন বাজার কালী সাগর পাড়ে (কৃষ্ণ বাবুর গোলাবাড়ী) মরহুমের শোক সভায় উপরোক্ত কথা গুলো বলতে বলতে আবেগাপ্লুত হন বক্তারা।
ভাষা সৈনিক এ্যাডঃ গৌড় চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শোক সভায় বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, এ এল আর ডির উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল, কেন্দ্রীয় আঃলীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড ঃ সাখাওয়াত হোসেন সাখো, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল মান্নান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সময় অসময় সম্পাদক ও ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, চাটমোহর বার্তা সম্পাদক হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক ভিপি আব্দুল আলীম, মূলগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখেজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক সদর উদ্দিন, কমিউনিষ্ট নেতা সন্তোষ চৌধুরী, মরহুমের পুত্র এম আর এ উপপরিচালক নূরে আলম মেহেদী, নূরে আলম মঞ্জু, এনজিও ব্যক্তিত্ব আজাহার আলী, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজল হক, বেসরকারী সংস্থা রুলফার আফজাল হোসেন, মৎসজীবি নেতা ওমর আলী, ভূমিহীন নেতা ইসরাইল হোসেন, ভূমিহীন নেত্রী সানোয়ারা বেগম, মরহুমের ছাত্রদের মধ্যে আফসার আলী ও আ’লীগ নেতা ইছাহক আলী মানিক প্রমুখ।
এসময় মরহুমের আত্মীয় স্বজন বিএম এ পাবনা জেলা শাখার সভাপতি ডা. মো. গোলজার হোসেন, অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রনজু, বাঁশপত্র পত্রিকার সম্পাদক শামীম হাসান মিলন, সাংবাদিক শাহীন রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, পবিত্র তালুকদার, মোহাইমিনুল হালিম ও শিমুল বিশ্বাসসহ ভূমি হীন নারী পুরুষ, এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শোক সভায় চাটমোহরবাসী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন কিংবদন্তী এ নেতাকে। পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানটির সহ আয়োজক ছিল এ এল আরডি ঢাকা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঢাকা, মুক্তিযোদ্ধা সংসদ চাটমোহর কমান্ড, ভূমিহীন উন্নয়ন সংস্থা, মূলগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়, বড়াল রক্ষা আন্দোলন, চাটমোহর প্রেসক্লাব, দৈনিক চলনবিল, দৈনিক আমাদের বড়াল, সাপ্তাহিক সময় অসময়, সাপ্তাহিক অনাবিল সংবাদ ও সাপ্তাহিক বাঁশপত্র।